published : ২০ সেপ্টেম্বর ২০১১
প্রিয় শিক্ষার্থী, নিচের প্রশ্নগুলোর উত্তরে হ্যাঁ, না বা মাঝামাঝি যে উত্তরটি প্রযোজ্য তাতে টিকচিহ্ন দিন। তারপর শেষে দেয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখুন।
১. আপনি কি আত্মবিশ্বাসী? হ্যাঁ মোটামুটি না
২. অন্যেরা ভুল এটা বুঝতে পারলে আপনি কি তাদের বিপদে অবস্থান নিতে পারেন? হ্যাঁ মাঝে মাঝে না
৩. আপনার লক্ষ্য কি আপনার কাছে পরিষ্কার?
হ্যাঁ মোটামুটি না
৪. আপনার বিশ্বাসের সাথে কি আপনার কাজের মিল আছে?
হ্যাঁ মোটামুটি না
৫. আপনার স্বভাবের ত্রুটিগুলোর ব্যাপারে কি আপনি সচেতন?
হ্যাঁ মোটামুটি না
৬. যে কাজ আপনি শুরু করেন তা কি আপনি শেষ করেন?
হ্যাঁ মোটামুটি না
৭. হতাশা-বিষণ্নতাকে কি আপনি দ্রুত কাটিয়ে উঠতে পারেন?
হ্যাঁ মাঝে মাঝে না
৮. নতুন কিছুর সাথে কি আপনি দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন?
হ্যাঁ মাঝে মাঝে না
৯. আপনার কর্মক্ষমতা ও দৈহিক ফিটনেস ভালো- এটা কি আপনি মনে করেন? হ্যাঁ মোটামুটি না
১০. আপনার চারপাশের পরিবার, বন্ধু-স্বজনরা আপনার লক্ষ্যপূরণে কি সহায়ক? হ্যাঁ মাঝে মাঝে না
১১. সমস্যা শব্দটির পেছনে লুকিয়ে আছে সম্ভাবনা - এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ মাঝে মাঝে না
১২. প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠলেই মেধা-যোগ্যতার বিকাশ ঘটে-
এটা কি আপনি মনে করেন? হ্যাঁ মাঝে মাঝে না
১৩. কোনো কাজ আপনার মনের মতো না হলে আপনি কি বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠেন? হ্যাঁ মাঝে মাঝে না
১৪. চারপাশে ইতিবাচক মানুষ ও উপাদান খুঁজে নিতে কি আপনি সচেষ্ট থাকেন? হ্যাঁ মাঝে মাঝে না
১৫. ঝুঁকি নিতে কি আপনি সাহসী হতে পারেন?
হ্যাঁ মোটামুটি না
১৬. ঝামেলাহীনভাবে খেয়ে-পরে জীবনটা পার করতে পারলেই আমি খুশি-
আপনি কি তা-ই মনে করেন? হ্যাঁ মাঝে মাঝে না
১৭. সমস্যা সংকটে কি অন্যরা আপনাকে ভরসাস্থল মনে করে? হ্যাঁ মাঝে মাঝে না
১৮. কাজটি শেষ না হওয়া পর্যন্ত যতভাবে চেষ্টা করা সম্ভব আপনি কি তা করে যান? হ্যাঁ মাঝে মাঝে না
১৯. বাধার মুখে কি আপনি কি সহজে আপোস করে ফেলেন?
হ্যাঁ মাঝে মাঝে না
২০. জীবনে বড় কিছু করার জন্যে দরকার কষ্ট-পরিশ্রম-সংযম। আপনি কি তা মনে করেন? হ্যাঁ মাঝে মাঝে না
১. আপনার হ্যাঁ-বাচক উত্তর যদি ১০-এর কম হয়, তাহলে আপনার মানসিক শক্তিকে বাড়ানোর জন্যে উদ্যোগী হতে হবে। নিজের গুণগুলো খুঁজে বের করুন। সেগুলো বিকশিত করার চেষ্টা করুন। আপনি পারবেন।
২. উত্তর ১১ থেকে ১৫-এর মধ্যে হলে আপনি ভাল অবস্থানে আছেন। এ অবস্থানকেই এখন পাকাপোক্ত করুন।
৩. ১৫ থেকে ২০-এর মধ্যে হলে অটলতার এক দারুন উদাহরণ আপনি। এ অবস্থানকে ধরে রাখুন ।