হাতের লেখাই কথা বলবে

published : ৩ জানুয়ারি ২০১৬

পরীক্ষার খাতায় আপনার হাতের লেখাটাই আপনার পরীক্ষকের সাথে কথা বলবে। খারাপ হাতের লেখায় ভালো উত্তর এবং ভালো হাতের লেখায় খারাপ উত্তর এ দুটোর মধ্যে নম্বর বেশি পাবে কিন্তু পরেরটাই। তাই বলে আপনাকে যে মুক্তোর মতো হাতের লেখা-ই লিখতে হবে তা কিন্তু নয়। হাতের লেখা ভালো করার কয়েকটি বুদ্ধি জেনে নিন।
লাইনটাকে সোজা রাখার চেষ্টা করুন। আঁকাবাকা লাইন দেখতে বিশৃঙ্খল লাগে। দ্বিতীয়ত, অক্ষরগুলোর দিকে নজর দিন।  তবে সব অক্ষর নয়, অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমস্যা হয় ২/৩টি অক্ষর নিয়ে যেগুলোকে আমরা কখনো ঠিকভাবে লিখি না। তৃতীয়ত শব্দগুলোর মাঝে পর্যাপ্ত গ্যাপ দিন। দেখতে গোছানো লাগবে। চতুর্থত এবং সর্বশেষ হচ্ছে প্রাকটিস। সুন্দর কোনো  হাতের লেখা দেখে অনুশীলন করুন। সচেতন হোন যে, আপনি সু্‌ন্দরভাবে লিখবেন। আপনি পারবেন।