পরীক্ষা দেয়ার সময় যা করবেন না

published : ২৯ আগস্ট ২০১৫

  • আমি কিছু পড়ি নি/ সব ভুলে গেছি/ এবার ফেল করব/ অমুক প্রশ্নে ভুল করেছি–এ জাতীয় কথা বলা।
  • পরীক্ষার আগে এমন সহপাঠীদের সাথে কথা বলা, যাদের প্রস্তুতি খারাপ বা যারা আতঙ্কিত। কারণ আতঙ্ক সংক্রামক।
  • উত্তর মেলানো, দেখাদেখি করা, খাতা দেখানোর জন্যে জোরাজুরি বা হুমকি দেয়া।
  • বেশি নম্বর পাওয়ার আশায় জটিল প্রশ্নের উত্তর করা।
  • নির্ধারিত সময়ের মধ্যে খাতা জমা না দেয়া।
  • ব্যবহারিক পরীক্ষার জন্যে প্রস্তুতি নেয়ার দরকার নেই মনে করা।
  • এলোমেলোভাবে কিংবা বেশি কাটাকাটি করে লেখা। উত্তর ভালো হলেও এ কারণে আশানুরূপ নম্বর পাওয়া যায় না।