published : ২৯ আগস্ট ২০১৫
ভালো করতে হলে আপনার বিষয় সম্পর্কে আপনাকে যেমন ভালো জানতে হবে, তেমনি জানতে হবে পরীক্ষায় ভালো করার খুঁটিনাটিও। প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা রাখতে হবে। এজন্যে আগের বছরগুলোর প্রশ্নে চোখ বোলাতে পারেন। দেখুন, কী ধরনের, কতগুলো প্রশ্ন আসতে পারে? কত নম্বর থাকবে? কতটা সময় পাবেন? এবং অতি অবশ্যই নিশ্চিত হবেন কবে কখন কোথায় পরীক্ষা হবে। পরীক্ষার রুটিন স্বচক্ষে দেখুন। কমপক্ষে দুজনকে দিয়ে তা নিশ্চিত করুন।
যদি আপনার কোর্স টিচারই আপনার পরীক্ষক হন, তাহলে ক্লাসেই আপনি পেয়ে যেতে পারেন পরীক্ষায় আসবে এমন গুরুত্বপূর্ণ টপিক এবং সেইসাথে কীভাবে এগুলোর উত্তর দিতে হবে তার একটা ইঙ্গিত। এজন্যে ক্লাসে নিয়মিত থাকুন। যে বিষয়গুলোকে টিচার বেশি গুরুত্ব দিয়েছেন, সেগুলোকে আপনিও গুরুত্ব দিন।