উত্তরপত্র লিখবেন যেভাবে

  • পরীক্ষার হলে নিজের আসনে পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে বসুন। ৫ মিনিট মেডিটেশন করুন। অটোসাজেশন দিন—যা পড়েছি সব মনে আছে। লেখার সময় সুন্দরভাবে তা মনে চলে আসবে।
  • প্রশ্নপত্রের উভয়পিঠ ভালোভাবে পড়ুন। নির্দেশনাগুলো খেয়াল করুন।
  • প্রতিটি প্রশ্নের জন্যে সময় ভাগ করে ফেলুন। বরাদ্দকৃত সময়ে শেষ না হলে ফাঁকা রেখে পরের প্রশ্নে চলে যান।
  • জটিল প্রশ্নের উত্তর নয়; শুরু করুন সহজ এবং ভালোভাবে জানা উত্তরটি দিয়ে।
  • কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না। কারণ দুটো অর্ধেক উত্তর একটা সম্পূর্ণ উত্তরের চেয়ে বেশি নম্বর তুলবে।
  • বাধ্যতামূলক না হলে জটিল বা সঠিক উত্তর জানা নেই এমন প্রশ্ন এড়িয়ে চলুন।
  • প্রশ্নের উত্তর তিন ভাগে ভাগ করুন—ভূমিকা, মূল বক্তব্য ও উপসংহার।
  • উত্তরে বৈচিত্র্য আনতে ডায়াগ্রাম, ছক, চিত্র ব্যবহার করুন। লেখক/ বইয়ের কিছু শব্দ/ বাক্য উদ্ধৃত করুন।
  • কোন প্রশ্নের উত্তরে কী জানতে চাওয়া হয়েছে তা বুঝে লিখুন। কোন অংশের জন্যে কত নম্বর তা-ও দেখুন।
  • কোনো প্রশ্নের উত্তর বা পয়েন্ট মনে করতে না পারলে ফাঁকা জায়গা রেখে পরর্বতী প্রশ্ন বা পয়েন্ট লিখতে থাকুন।
  • খাতা জমা দেয়ার সময় নাম, রোল, রেজি: নম্বর ঠিক আছে কি না তা নিশ্চিত হোন। অতিরিক্ত কাগজ নিলে স্টেপলিং বা সুতোর গিঁঠ ঠিকভাবে দিন।