আপনি কি ভাবেন?

  • পরীক্ষায় খারাপ করেছি। আমাকে দিয়ে আর হবে না।
  • ভালো রেজাল্ট করতে হলে জিনিয়াস হতে হয়। আমি তো খারাপ ছাত্র।
  • মনোযোগ নেই। মনে থাকে না কিছুই। ভালো করা আমার পক্ষে সম্ভব নয়।
  • বাবা বলে, আমার নাকি মাথাভর্তি গোবর।
  • স্যার বলে, আমি ফাঁকিবাজ। আমি তো তাই।
  • এত পড়ে কী হবে? ভালো রেজাল্ট করেই বা কী হবে?
  • বুয়েট/ মেডিকেল/ বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নি। আমার জীবন ব্যর্থ।
  • ভালো সাবজেক্টে চান্স পাই নি। এখানে পড়ে আর কী হবে?
  • এই সাবজেক্টে জিপিএ ‘এ’/ ফার্স্টক্লাস পাওয়া যায় না।
  • আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি নি। আমি ইংরেজি পারব না।
  • এত সমস্যা নিয়ে কি ভালো করা যায়?
  • এত পড়েও কিছু হলো না। আমার কপালটাই খারাপ।

 আপনি তাহলে ভ্রান্ত বিশ্বাসের শৃঙ্খলে বন্দি। সফল হতে হলে আপনাকে অর্জন করতে হবে মুক্ত বিশ্বাস, জানতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি, করতে হবে সঠিক করণীয়।