নিজেকে দেখা

রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে- ‘খোঁড়ার পা খানায় পড়ে- সে কেবল খানার দোষ নয়, খোঁড়ার পা-টারও পড়িবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে। অর্থাৎ একবার না, ন্যাড়া বারবারই বেলতলা যায়। কোয়ান্টামে আমরা বলি একই ভুল বার বার করা। খেয়াল রাখুন, আপনার জীবনে এমন কিছু হচ্ছে না তো?

প্রতি মাসের শেষে রুটিনগুলো নিয়ে বসুন। দেখুন কতগুলো লাল কালি। বারবার শপথ করেও কি শেষ পর্যন্ত পরীক্ষার আগের রাতেই পড়তে বসছেন? করব না করেও কি সারারাত ফেসবুকে আড্ডা দিচ্ছেন? কদিন রুটিন ভঙ্গ করে বন্ধুর সাথে ফোনে কথা বলছেন? এলার্ম বন্ধ করে দিয়ে কদিন বাড়তি সময় ঘুমিয়ে কাটিয়েছেন? চিন্তা করে দেখুন, বারবার কি একই গর্তে পড়ে যাচ্ছেন? যদি তাই হয় তাহলে এটা বন্ধ করার জন্য কী করছেন আপনি?

আসলে আত্মপর্যালোচনা হলো নিজের কাছে নিজের জবাবদিহিতা। নিজের কাছে যত স্বচ্ছ থাকতে পারবেন তত সাফল্যের পথে এগিয়ে যাবেন আপনি।

তবে, প্রিয় সুহৃদ, একটি কথা। প্রথম মাসের আত্মপর্যালোচনা করেই ভয় পেয়ে যাবেন না। হতাশ হবেন না যে- আর সম্ভব না। বরং এই জবাবদিহিতাটুকু নিয়মিত করবেন। হোক না একই ভুল, পড়ুক শত শত ক্রস চিহ্ন। কিন্তু এই যে সচেতনতা যে- এ বৃত্ত থেকে আমার বেরিয়ে আসতে হবে- এটাই নতুন মানুষ হওয়ার পথে আপনার প্রথম ধাপ।