বেশি ইনপুট, কম আউটপুট

আপনার ব্যাপারটা যদি তাই হয়, তাহলে আপনার পড়া আর ভালো রেজাল্টের মধ্যে ফাঁকটা হচ্ছে আপনার পরীক্ষা। আপনার পরীক্ষাগুলো হয়তো ততটা ভালো হচ্ছে না। আর এজন্যে আপনাকে ভুল থেকে শেখার অভ্যেস করতে হবে। সিরিয়াসলি নিতে হবে মডেল টেস্ট বা ক্লাস টেস্ট বা মক টেস্ট অর্থাৎ মূল পরীক্ষার আগের এ পরীক্ষাগুলোকে। ভালো করার জন্যে আপনার সর্বোচ্চ ক্ষমতাকে প্রয়োগ করুন। পরীক্ষা শেষে পর্যালোচনা করুন কী কী ভুল করেছেন, ভুলের ধরনটা কী এবং কোনটা আরো ভালো করা যেতো ইত্যাদি। পরের পরীক্ষায় সেগুলোকে শুধরে নিন।