published : ১৯ সেপ্টেম্বর ২০১১
অধিকাংশ ছাত্রছাত্রীই ক্লাসে না পড়ানো পর্যন্ত নিজেরা পড়ে না। তারা মনে করে আগে ক্লাস হোক, তারপর পড়ব। আর এর ফলে ক্লাসের অনেক পড়াই সে বোঝে না। ক্লাসের অর্ধেক সময় কাটে অন্যমনস্কতায় আর বাকি অর্ধেক বিরক্তিতে। আসলে ক্লাস কিন্তু আপনাকে সব পড়া বুঝিয়ে দেয়ার জন্যে না। ক্লাস হলো শুধুমাত্র যে পড়াগুলো আপনি বোঝেন নি সেগুলো আপনাকে ধরিয়ে দেয়ার জায়গা। কাজেই পড়ে আসুন ক্লাসে যাওয়ার আগেই। এতে কয়েকটি লাভ হবে। প্রথমত, ক্লাস করে আপনি খুব আনন্দ পাবেন। মনোযোগ বিক্ষিপ্ত হবে না। দ্বিতীয়ত, আপনার ক্লাস রেসপন্স ভালো হবে, ফলে আপনি শিক্ষকের দৃষ্টি আর্কষণের কারণ হবেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাসের পর আপনি যখন বিষয়টা পড়তে যাবেন আপনার অনেক সহজ লাগবে এবং মনে থাকবে অনেকদিন।