published : ২১ সেপ্টেম্বর ২০১১
সারা বছর লোড শেডিংয়ে কিছু না হলেও বিশ্বকাপের সময় কিন্তু ঠিকই বিদ্যুৎ অফিস ভাঙচুর হয়। ঠিক গোল দেয়ার ক্লাইমেক্স মোমেন্ট-এ কারেন্ট চলে গেলে কারই বা মাথা ঠিক থাকে।
এই মাথা বেঠিক হওয়ার কারণ হলো মনোযোগের ক্ষেত্রে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। একবার মন বসাতে পারলে একটানা কাজ করে যেতে পারবেন। কিন্তু একবার ছেদ পড়লেই ৫ মিনিটের ব্রেক নিতেই পারেন। কিন্তু এ সময়টুকু টিভি দেখতে বা এসএমএস করতে যাবেন না। তাহলে ঘণ্টা পার হয়ে যাবে ব্রেক শেষ হবে না।
আর কখনও যদি পড়তে বসতে ইচ্ছে না হয়? কী করবেন- গাড়ি-বাড়ি-খ্যাতি-সুখী ভবিষ্যতের কথা চিন্তা করবেন? কক্ষনো না! বরং মনে করুন খারাপ রেজাল্টের জন্যে কবে সবার সামনে টিচারের ধমক খেয়েছিলেন। নিজের ব্যর্থতায়, অপমানে কষ্টে কবে চোখে পানি এসেছিল। ফেল করেছেন বলে রিপোর্ট কার্ড বাবাকে দেখাতে ভয় পেয়েছিলেন কবে- মনে করুন। দেখবেন ভেতরে একটা উত্তেজনা কাজ করবে। এই উদ্দীপনাকে পড়ার মধ্যে ঢুকিয়ে দিন। মুহূর্তে ভালো না লাগা, ইচ্ছা না করার ভুত পালাবে। এই উদ্যমটুকু সবসময় ধরে রাখবেন। লেগে থাকুন, অখণ্ড মনোযোগের বলে অসাধ্য সাধন করতে পারবেন আপনি।