সঙ্গের সহবত

 গ্রুপস্টাডির আইডিয়াটা খুব ভালো। যখন একা একা পড়া বুঝতে কষ্ট হয়, নোট বা লেকচার তুলতে সমস্যা হয় কিংবা উৎসাহ ধরে রাখা যায় না, তখন গ্রুপ স্টাডিই সবচেয়ে সহজ সমাধান। কিন্তু যদি সচেতন না থাকেন তাহলে এই গ্রুপই হতে পারে আড্ডা আর সময়নষ্টের আখড়া। জেনে নিন গ্রুপস্টাডিকে কীভাবে কার্যকর করবেন:

গ্রুপের সদস্যসংখ্যা ৪/৫ জনের বেশি না হওয়াই বাঞ্ছনীয়। এরা হবে এমন ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করতে চায় এবং ভালো বোঝে। তাকে হতে হবে দায়িত্বশীল এবং গ্রুপের সবার সাথে মানিয়ে চলার মতো সহনশীল। এবং অতি অবশ্যই এমনরা মিলেই গ্রুপ গঠন করবেন যারা সবাই সবাইকে পছন্দ করে। গ্রুপের একজন লিডার থাকতে হবে যিনি গ্রুপের উদ্দেশ্য অর্জিত হওয়ার বিষয়টি খেয়াল রাখবেন। সবাই সমান কাজ করছে কি না, পারস্পরিক সম্পর্ক ঠিক আছে কি না এগুলো যেমন খেয়াল রাখবেন তেমনি অপ্রাসঙ্গিক গল্প, পরচর্চা বা স্রেফ ঠাট্টা তামাশাতেই সময় কেটে যাচ্ছে কি না সেটাও দেখবেন। সপ্তাহে ২/৩ বার বসতে পারে গ্রুপ-সেশন। বসার জায়গাটা হতে হবে মোটামুটি নিরিবিলি, যেখানে বিক্ষিপ্ত হওয়ার সুযোগ কম।