আসলেই কি বন্ধু?

published : ২০ সেপ্টেম্বর ২০১১

‘বন্ধুত্ব’ আর ‘ভালোলাগা’ – এ দুই অনুভূতির পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম। একজনকে বিশেষভাবে ভালোলাগা আর বিপরীত লিঙ্গের প্রতি মোহ – এ দুয়ের পার্থক্যটাও তেমনি। একই গ্রুপে চলতে গিয়ে আপনিও কি মোহে পড়ে যাচ্ছেন বিপরীত লিঙ্গের বন্ধুদের প্রতি? যদি তাই হয় তাহলে বলতে হবে ফাঁদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছেন আপনি, আর এক পা এগোলেই শেষ! বন্ধুত্ব মোহে পরিণত হচ্ছে কিনা সেটা বোঝার জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর জানা খুব জরুরি:

  • আপনি কি ছেলে বন্ধুদের চাইতে মেয়ে বন্ধুদের সাথে বেশি সময় কাটান? [খেয়াল রাখুন, আমরা কিন্তু স্রেফ একজনের কথা বলছিনা, বলছি ‘বন্ধুদের’ কথা।]
  • যখন একা থাকেন, ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর সাথে কথার প্রসঙ্গ কি ভিন্ন হয়?
  • ফোন বা ইন্টারনেটে কি মেয়েদের সাথে বেশি সময় কাটান?
  • প্রেম-বিয়ে –এসব নিয়ে কি নিয়মিত মেয়েদের সাথে বিতর্ক করেন?
  • নিজের কোনো ব্যক্তিগত ব্যাপার যা কেবল একজনের সাথেই শেয়ার করা যায় –এমন কিছু কি আপনি কোনো মেয়ে বন্ধুকে বলেন? এর পেছনে কারণ কি “ও আমাকে ভালো বোঝে”, নাকি “ওর সাথে কথা বলতে ভালো লাগে”?

যদি সবগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে বলতে হবে আপনি বন্ধুত্বের তকমা ব্যবহার করছেন কেবল বিপরীত লিঙ্গের সাথে সময় কাটানোর জন্য। এতে যে মজা পাচ্ছেন তাতে সন্দেহ নেই। কিন্তু সাবধান থাকুন, কারণ প্রত্যাশার যে বাঁধ আস্তে আস্তে বড় হচ্ছে তা ভেঙে পড়তে বেশি সময় লাগবেনা। কলেজ-বিশ্ববিদ্যালয় - এ পর্যন্তই। এরপর আমার সুখ-দুঃখের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটি চলে যাবে পেশাজীবনে সফল কোনো মানুষের হাত ধরে। মাঝখান দিয়ে একরাশ ব্যর্থতা নিয়ে একা থাকবো কেবল আমি।