সাফল্যসূত্র-৫ : সঙ্ঘায়ন

published : ১১ নভেম্বর ২০১৫

আপনি রাজনীতিক হোন, শিল্পী হোন বা টেকনোক্রেট- একা কিছুই অর্জন করতে পারবেন না। সফল হতে হলে আপনার লক্ষ্য বাস্তবায়নে আপনার প্রয়োজন হবে আরো অনেককে। যত বেশি লোককে আপনি জড়ো করতে পারবেন তত আপনার সাফল্যের পরিমাণ বাড়তে থাকবে। পৃথিবীকে সবসময় নেতৃত্ব দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী, চেতনার প্রতি বিশ্বাসী সঙ্ঘবদ্ধ মুষ্টিমেয় কিছু মানুষ। সঙ্ঘের মাধ্যমেই প্রত্যেকের ভেতর ব্যবস্থাপনার গুণাবলি বিকশিত হয়। সঙ্ঘের সিস্টেম তাকে শেখায় কীভাবে নেতৃত্ব দিতে হবে এবং কীভাবে নেতৃত্বকে অনুসরণ করতে হবে। কারণ নেতৃত্বকে অনুসরণের মধ্য দিয়েই একজন অনুসারি নেতা হতে পারেন।  


বিচ্ছিন্নতা ও বিভক্তি হলো দুর্বলতা। নিচের গল্পটি পড়ুন
এক জঙ্গলে ছিল কোয়েল পাখির এক বিশাল ঝাঁক খাবারের কোনো অভাব নেই সুখে-শান্তিতে কাটছে তাদের জীবন এমনসময় একদিন এক শিকারী হানা দিল সে জঙ্গলে পাখির ঝাঁক যখন ক্ষেতে নেমে এল শস্যদানা খাওয়ার জন্যে সে এক বিশাল জাল ফেলে দিল তাদের ওপর এভাবে প্রতিদিনই সে ঝাঁকে ঝাঁকে পাখি ধরে বিক্রি করে দিতে লাগল বাজারে ফলে দিন দিন কমতে লাগল পাখির সংখ্যা
একদিন এক বুড়ো জ্ঞানী পাখি সবাইকে জড়ো করে বলল শিকারীর হাত থেকে তোমাদের বাঁচার একটাই পথ আর তাহলো সঙ্ঘবদ্ধ হওয়া শিকারী যখন জাল ফেলবে তখন যদি তোমরা সবাই মিলে পাখা নাড়াতে থাকো তাহলে জাল থেকে তোমরা মুক্ত হতে পারবে পাখিরা সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনল এবং সত্যি সত্যিই এরপর যেদিন শিকারী জাল ফেলতে এলো তারা সবাই একসাথে এমনভাবে পাখা নাড়ল যে জালসহ তারা উঠে গেল এক উঁচু গাছের আগায় গাছের ডালে যখন খুব ভালো করে জালটা আটকে গেল তারাও মুক্ত হয়ে উড়ে গেল আকাশে
 

শিকারী বিস্মিত হয়ে ভাবল এত ছোট্ট পাখি অথচ একসাথে হয়ে এরা এত বড় জাল পর্যন্ত উড়িয়ে নিয়ে গেল!


পরদিন আবারও যখন শিকারী জাল ফেলল, পাখিরা একসাথে ডানা ঝাপটাতে লাগল আচমকা একটি কোয়েলের ধাক্কা গিয়ে লাগল আরেক কোয়েলের গায়ে সে খেকিয়ে উঠল, কী হলো ধাক্কা দিচ্ছিস কেন? আমার লেজ মাড়ালি! এত বড় সাহস! প্রথম কোয়েল তখন উত্তেজিত হয়ে উঠল! আমি কি ইচ্ছে করে মাড়িয়েছি? আমাকে ধাক্কা দিলে কী করব? আরেক কোয়েল তখন পাশ থেকে বলে উঠল, এরকম মরণফাঁদের মুখে পড়েও তোরা ঝগড়া করছিস? শিকারী ব্যাটা এলো বলে! প্রথম দুই কোয়েল তখন একসাথে তেড়ে এলো, - খবরদার আমরা কী করব না করব তা বলার তুই কে? যা ভাগ এখান থেকে! এভাবে কিছুক্ষণের মধ্যে মহা শোরগোল লেগে গেল কোয়েল ঝাঁকের মধ্যে এই শোরগোলের মধ্যে শিকারী তার জাল ফেলে দিল এবং একসাথে সবগুলোকে আটকে ফেলল জালের গোছাটা গুটিয়ে কাঁধে ঝুলিয়ে বাজারে যেতে যেতে সে বলতে লাগলো, যখন একসাথে ছিল এরা জাল উড়িয়ে নিয়ে যাওয়ার মতোই শক্তিশালি। কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় এরা খাবারের থালায় উপাদেয় খাবার ছাড়া আর কিছুই নয়।