সাফল্যসূত্র-৪ : সাদাকা

সেবার অপর নাম সাদাকা। সাদাকা মানে নিজের ও অন্যের কল্যাণে অর্থ, মেধা, শ্রম ও সময়কে সেবায় রূপান্তরিত করা। শুধু কায়িক শ্রম নয়, নতুন চিন্তা-কৌশল উদ্ভাবন করে কোনোকিছুকে আরো সহজ ও স্বচ্ছন্দ করাও সেবা।

আপনি যা পেতে চান, তা-ই আগে আপনাকে দিতে হবে। অর্থ চাইলে অর্থ দান করতে হবে। সম্মান পেতে হলে অন্যকেও সম্মান করতে হবে। হাসিমুখ দেখতে চাইলে আগে নিজেকে হাসতে হবে। যা দান করবেন প্রাকৃতিক নিয়মেই তা হাজার গুণে আবার ফিরে আসবে আপনার কাছে। দানের এই প্রতিদান সার্বজনীন, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার জন্যে।

প্রাকৃতিক নিয়ম অনুসারে বাতাসের শূন্যতা যেভাবে ঝড় সৃষ্টি করে তেমনি সাফল্যের কোয়ান্টাম সূত্র অনুসারে আপনি যখন দান করেন, সেখানে শূন্যতা সৃষ্টি হয়। সে শূন্যস্থান পূরণের জন্যে চারপাশ থেকে তখন প্রতিদান আসতে শুরু করে। এজন্যেই যত বিলিয়ে দেবেন তত আসতে থাকবে। যত কুক্ষিগত করে রাখবেন তত অভাববোধ ও নিরাপত্তাহীনতা বাড়তে থাকবে।

আন্তরিক সেবা প্রাকৃতিক নিয়মেই আনে সাফল্য। ইতিহাসের দিকে তাকান, দেখবেন যে আন্তরিকভাবে ফুটপাতে জুতো সেলাই করতে করতেই কেউ হয়েছেন লাখপতি মুচি, পেঁয়াজু বিক্রি করেই কেউ বানিয়েছেন বিল্ডিং, হোর্ডিং পেইন্টারের সহকারী থেকে হয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী, বাড়ির বর্ধিত চালার নিচে ফুটপাতে চা বিক্রি করতে করতেই সঞ্চয় করেছেন সে বাড়ি কেনার অর্থ। দাতা ও সেবক হওয়ার মাধ্যমেই তারা মহৎ কিছু করেছেন, উদাহরণ সৃষ্টি করেছেন, ইতিহাসে স্মরণীয় হয়েছেন।


সাদাকার ক্ষেত্র

  • মা-বাবা বিশেষত তাদের বয়োবৃদ্ধ অবস্থায় আন্তরিক খেদমত, পরিবারের ভরণপোষণ, স্ত্রী/স্বামী/সন্তানের সাথে সুন্দর ব্যবহার সাদাকা।
  • আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতা, এতিম-মিসকীন, বিধবা ও অসহায়ের লালন-পালন করা সাদাকা।
  • রোগীর সেবা ও তার জন্যে দোয়া করা, তাকে দেখতে যাওয়া, মমূর্ষুকে রক্তদান করা।
  • অর্থনৈতিক বা সামাজিক পরিবেশের শিকার অসহায় মানুষকে পরিবেশের বন্দিত্ব থেকে মুক্ত করা, অত্যাচারিতকে সাহায্য করা।
  • প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ কাজ, প্রকাশ্যে বা গোপনে অর্থ দান, তৃষিতকে পানি পান করানো, ক্ষুধার্তকে খাওয়ানো সাদাকা।
  • আগে সালাম দেয়া, হাসিমুখে সুন্দর কথা বলা, অন্যের সাফল্যলাভে শুভকামনা জানানো সাদাকা।
  • পথ থেকে পথিকের জন্যে ক্ষতিকর প্রতিটি বস্তু (যেমন কাঁটা, ইট-পাথর, কাঁচের টুকরা ইত্যাদি) অপসারণ। পড়ে থাকা জলন্ত কিছুকে নেভানো।
  • পরিবেশ পরিষ্কার-পরিছন্ন রাখা, গাছ লাগানো সাদাকা।
  • অধীনস্থদের সাথে মানবিক আচরণ করা। অন্ততপক্ষে নিজেরা যা খাবেন, তাদেরও তা খাওয়ানো।
  • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থ বা শ্রম দিয়ে কাউকে অক্ষরজ্ঞান দান করা, জীবনযাপনের বিজ্ঞান শিক্ষা দেয়া, কাউকে সৎসঙ্ঘে একাত্ম করা।
  • সমস্যা সমাধানে সৎ পরামর্শ দেয়া। ভালো কাজে উৎসাহিত করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে সচেষ্ট হওয়া সাদাকা।
  • উৎসাহ-উদ্দীপক ভালো লেখা, গণসচেতনতামূলক চিঠি পত্রিকায় পাঠানো সাদাকা।
  • ওজনে কম না দেয়া।
  • পথহারা মানুষকে পথ দেখানো। শিশু/অন্ধকে পথ চলতে সাহায্য করা, রাস্তা পার করে দেয়া।
  • প্রবীণ, মহিলা ও শিশুকে যাত্রীভর্তি বাসে নিজের আসনে বসতে দেয়া।
  • অপ্রয়োজনে জ্বলতে থাকা লাইট নেভানো, ফ্যান/এসি বন্ধ করা।
  • অর্পিত দায়িত্ব আন্তরিকতা নিয়ে পালন করা। 
  • প্রযুক্তি ও কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে অন্যের জীবনে স্বাচ্ছন্দ্য বাড়ানো।