ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দ দুটোর সাথে এখন অনেকেই কম বেশি পরিচিত। আসলে ফ্রিল্যান্সিং কী ?

যে কাজটা করতে আমি পছন্দ করি এবং যে কাজটা করতে আমার ভালো লাগে সে কাজটাই আমি করব এবং যখন খুশি তখন করব। অর্থাৎ গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছেমতো কাজ করার নামই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। আর এই পেশায় যিনি জড়িত তাকে বলে ফ্রিল্যান্সার। তিনি কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবী নন। কাজের ধরন বা প্রকল্পের মেয়াদ অনুযায়ী চুক্তিতে আবদ্ধ হন এবং পারিশ্রমিক পান।

বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে একাজগুলো দেওয়া-নেওয়া হয়। মার্কেটপ্লেস কী? এখানে কী কেনাবেচা হয়? মার্কেটপ্লেস বলতে বোঝায় যেখানে কাজ পাওয়া যায় বা কাজ দেওয়া যায়। যারা এসব সাইটে কাজ দেয় তাদের বলা হয় বায়ার বা ক্লায়েন্ট। আর যারা এ কাজগুলো সম্পন্ন করেন তাদের বলা হয় কোডার বা প্রোভাইডার। ইন্টারনেটে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ৱয়েছে যেমন:-

www.oDesk.com
www.Freelancher.com
www.Elance.com
www.Themeforest.net
www.Graphicriver.net
www.Activeden.net


অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অনেক রকমের কাজ থাকে। একজন ফ্রিল্যান্সার তার দক্ষতা অনুযায়ী সংশ্লিষ্ট কাজ করতে পারেন। এসবের মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফটওয়্যার/ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্লগ/ আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিকস ডিজাইন, কাস্টমার সাপোর্ট, সেলস/ অনলাইন মার্কেটিং, অনলাইন সার্ভে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।

কিভাবে শুরু করবেন:

একজন ফ্রিল্যান্সারের প্রথম কাজ হচ্ছে তার পছন্দ বা দক্ষতা অনুযায়ী কী করবেন সেটি নির্ধারণ করা। যেকোনো মার্কেটপ্লেসে যেমন oDesk এ account open  করুন। কিছুদিন আপনি পুরো অডেস্ক এর খুটিনাটি বিষয়গুলো দেখুন ও নিয়ম কানুনগুলো ভালোভাবে পড়ুন। তখন কোন এপ্লাই করবেন না। সফল  ফ্রিল্যান্সারের প্রোফাইলগুলো পড়ুন। কাজের ধরন বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী নিজে নিজে কিছু করুন। একাজগুলো পরবর্তীতে আপনার প্রোফাইল add করতে পারবেন। আস্তে আস্তে নিজেকে এভাবে যোগ্য করে তুলুন।

সফলতার মূলমন্ত্র:

ফ্রিল্যান্সিংয়ে সফলতার মূলমন্ত্র হলো মেধা বা দক্ষতা। ধৈর্যও থাকতে হবে। আমাদের ফ্রিল্যান্সারদের প্রধান সমস্যা ইংরেজি না জানা বা কম জানা। যেহেতু বিদেশি বায়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়, সে জন্যে ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। নতুবা বায়ারের প্রয়োজন বোঝা সহজ হয় না। আপনার সমস্যাও তাকে বুঝিয়ে বলতে হলে অসুবিধায় পড়বেন। এ ছাড়া ভালো রেটিং পাওয়ার জন্যে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।

নিজের দক্ষতা বা পছন্দ অনুযায়ী কাজ খুঁজে বের করা ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার অন্যতম পূর্বশর্ত। একজন ফ্রিল্যান্সারের প্রথম কাজ তিনি কী করবেন সেটি নির্ধারণ করা। বিষয় নির্ধারণ করে সে ক্ষেত্রে নিজেকে তেমনভাবে যোগ্য করে তোলা দরকার। কারণ আন্তর্জাতিক মার্কেটে অভিজ্ঞদের সঙ্গে বিড ( দর-কষাকষি) করে কাজ পেতে হবে।

ফ্রিল্যান্সিংয়ে সফল হতে চাইলে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আপনি যে সেক্টরেই ফ্রিল্যান্সিং করুন না কেন, আপনার  কাজকেন্দ্রিক সাধারণ দক্ষতার পাশাপাশি নিম্নোক্ত বিষয়গুলো থাকলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সফল হয়ে উঠবে।

  1. একজন সফল ফ্রিল্যান্সারের অবশ্যই নেটওয়ার্কিং দক্ষতা থাকা জরুরি। অনলাইন ও অফলাইনে যোগাযোগের মাধ্যমে ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে হবে। আপনার কাজ পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে। তাছাড়া আপনার চেনা-জানার পরিধিতে আপনার একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে। যা আপনার যে-কোনো প্রয়োজন বা বিপদে সাড়া দিবে।
  2. ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হওয়াটা খুব স্বাভাবিক। ফ্রিল্যান্সার হিসেবে আপনার গণ্ডির ভেতরে থাকা সমস্যাগুলোর সঠিক সমাধানের ক্ষমতা অর্জন করতে হবে।
  3. ফ্রিল্যান্সার হিসেবে আপনার সময় নষ্ট করা চলবে না। মনে রাখবেন আপনি ফ্রিল্যান্সার। আপনাকে তদারকির জন্যে আপনার মাথার ওপর কোনো বস নেই। তাই বলে সময় অপচয় করা চলবে না। সময় অপচয় করলে কোনো কাজেই সফলতার দেখা পাওয়া যাবে না। 

আরও কিছু কথা, কাজ পাওয়া বড় ব্যাপার নয়, ব্যাপার হলো ক্লায়েন্ট যা চায়, সেটা তার মনের মত করে করতে পারা। আর সময়মত সেটা শেষ করা। আপনি কাজ পেলেন কিন্তু সেটা সময়মত দিতে পারলেন না, হতে পারে আপনার এই কাজের উপর বায়ারের অনেক কিছু নির্ভর করে। তাই যেকোনো ভাবেই হোক সময়মত শেষ করুন। আপনার কাজে সন্তুষ্ট হলে বায়ার বার বার আপনাকেই কাজ দেবে অর্থাৎ পরবর্তীতে কোনো কাজের জন্যে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে।

ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো ভালোভাবে জানতে বিভিন্ন সাইট ও ফোরাম রয়েছে। সেখানে নিজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যাবে। এমনই কয়েকটি সাইট ও ফোরাম হলো:

http://rrfoundation.net/
http://bdgeeks.com/
http://tutorialbd.com/