দশের জোর

published : ১৯ সেপ্টেম্বর ২০১১

আকাশে পাখির ঝাঁককে উড়ে যেতে দেখেছেন? হয়তো খেয়াল করেছেন দূর থেকে একে অনেকটা ইংরেজি ‘ভি’ এর মতো দেখায়। বিজ্ঞানীরা দেখেছেন দলবদ্ধ পাখির ওড়ার গতি একক পাখির চেয়ে ৭১% বেশি। কেন? কারণ সঙ্ঘবদ্ধভাবে যখন ওড়ে তখন সামনের এবং পেছনের পাখিরা ডানা ঝাপটে পরস্পর পরস্পরের গতিকে তরান্বিত করে। একলা পাখি কখনো এ সুবিধা পায় না। তাই সবসময় সৎসঙ্ঘে থাকুন। সৎ চেতনায় সঙ্ঘবদ্ধ মানুষই জীবনে ১ম হয়।

জীবনে প্রথম হতে হলে আপনাকেও সঙ্ঘবদ্ধ হতে হবে। কারণ সঙ্ঘই আপনার সামর্থ্যের সীমাবদ্ধতাকে অতিক্রমের পথ দেখাবে, নেতিবাচক বলয় থেকে বাঁচাবে। আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক গুণাবলি গড়ার সুযোগ দেবে। যোগাবে বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, সমর্থন।