ই-টিন রেজিস্ট্রেশন

published : ২৪ সেপ্টেম্বর ২০১৩



Tin বা Tax identification number হচ্ছে করদাতাকে সনাক্ত করার নম্বর যা সরকারী রাজস্ব বোর্ড থেকে প্রদান করা হয়।

আগে মেনুয়াল পদ্ধতিতে Tin নম্বর সংগ্রহ করতে হতো এবং সেখানে অনেক জটিলতা থাকত। যেমনঃ

১. Tin number এর formation ঠিক মতো থাকত না
২. বিভিন্ন ধরনের 3rd party Dependence থাকত
৩. Tin number সংগ্রহ করতে কার কাছে যাব, কোথায় যাব, কীভাবে নিব

এই জিনিসগুলো বিবেচনা করে বাংলাদেশ সরকার e-Tin বা Electronic Tax Identification Number এর উদ্যেগ নেন। e-Tin সরকারি NBR কতৃক নিয়ন্ত্রিত একটি পদ্ধতি।

Benefits of e-Tin:


১. e-Tinএর মাধমে 24 hours 7 Days মধ্যে যেকোন সময় রেজিস্টেশন করা যায়
২. No 3rd party Dependency
৩. Proper information
৪. Call center support 24 hours
৫. On line help

এখন আমরা দেখব কীভাবে e-Tin Apply করতে হয়। প্রথম আপনাকে www.incometex.com  website এ visit করতে হবে।

User Registration from:


এবং আপনাকে System এর সাথে Authenticate হওয়ার জন্যে User Registration from fill up করতে হবে। যেখানে আপনার  National Id এর information লাগবে। আপনি যখন আপনার National ID Number  টি Provide করবেন তখন Software Automatically নির্বাচন কমিশনের  Database এর সাথে verify করে অপনার personal information যেমন, নাম, জন্মতারিখ, ঠিকানা নিয়ে আপনার Profile -এ Add করে দিবে।

এখন আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং Submit button  ক্লিক করলে আপনার মোবাইলে একটি verification code আসবে। এই কোডটি Provide করলে আপনার user Registration Successfully সম্পন্ন হবে।

এখানে user Registration এবং Tin Registration দুটি কিন্তু আলাদা।  user Registration হচ্ছে Tin Registration এর জন্যে আর Tin Registration হচ্ছে Tin Certificate এর জন্যে।

User id create হওয়ার পর আপনি For Tin registration নামে একটি মেনু দেখতে পাবেন সেখানে click করলে একটি application from চলে আসবে। By default individual Tax select  করাই থাকে other category তে যারা আছেন, তারা তাদের option গুলো choose করে নিবেন।

যারা পুরাতন Tax payer / 10 digit tin ধারী আছেন তাদের re- registration করতে হবে। আপনি যখন  re- registration করবেন তখন আপনার পুরাতন Tin number টি system চাইবে। সেক্ষেত্রে আপনার পুরাতন Tin number টি প্রদান করতে হবে।

যাদের tin number এর circle code automatic mapped হয়ে যাবে তাদের জন্যে source of income, কর অঞ্চল ইত্যাদি information, system চাইবে না। নাহলে এই তথ্যগুলো দিতে হবে।

তারপর আপনার National id অনুযায়ী কিছু basic information যেমন: আপনার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা fill-up করে submit buttonএ click করলে সাথে সাথে Tin certification number পেয়ে যাবেন।


এটাকে আপনি চাইলে print করতে বা email এ পাঠাতে পারেন।