কোরামের ব্যবহার

একটি সঙ্ঘ সবসময় পারস্পরিক মত বিনিময়কে উৎসাহিত করে। কোয়ান্টাম ফাউন্ডেশন সেই লক্ষ্যে ২০১১ সালে ফোরাম নিয়ে কাজ শুরু করে। ফোরাম হচ্ছে আলোচনা, ডিসকাসন বা মত বিনিময় করার অনলাইন প্ল্যাটফর্ম। কোয়ান্টাম ফোরামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কোরাম। পারস্পরিক মত বিনিময় বা আলোচনার মাধ্যমে জ্ঞান চর্চাকে ধর্মীয় দৃষ্টিতেও গুরুত্বের সাথে দেখা হয়েছে। এই বিষয়ে নবীজী (স) একটি হাদীস রয়েছে। একবার নবীজী (স) বসে ছিলেন, তখন একজন এসে নবীজীকে বলল যে, এক দল লোক ইবাদত করছে এবং আরেক দল বসে জ্ঞান আলোচনা করছে। তাদের মধ্যে কারা উত্তম? নবীজী বললেন যারা জ্ঞান আলোচনা করছে তারা উত্তম এবং তিনি তাদের সাথে যোগ দিলেন এবং নবীজী (স) এর কাছে জানতে চাওয়া হয়েছিল জ্ঞান কী? তিনি বলেছিলেন জ্ঞান হচ্ছে চুপ থাকা, মনোযোগ দিয়ে শোনা, ধারণ করা, জানাকে মানা ও তারপর প্রচার করা।

একটা সময় ছিল, যখন কোনো কিছু জানা বা বোঝার জন্যে ঐ বিষয়ে জানে এমন কারো সাথে সরাসরি আলোচনা করে জানতে হত। বর্তমানে প্রযুক্তির বিকাশে তা আমাদের জন্যে আরও সহজ করে দিয়েছে। যে কেউ, যে কোনো সময় অনলাইনের মাধ্যমে যে কোনো বিষয়ে জানতে পারে। ফোরাম এই জানার সীমানাকে দিয়েছে নতুন মাত্রা। যেমন কেউ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যে জায়গায় যাবে সে জায়গাটি তার কাছে সম্পূর্ণ অপরিচিত। সেক্ষেত্রে সে ভ্রমণ রিলেটেড ফোরামে প্রশ্ন করার মাধ্যমে সহজেই ঐ জায়গা সর্ম্পকে সঠিক তথ্য জেনে নিতে পারে।

কোরামে আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করছি, ইতিবাচকতার চর্চা করছি, উপলব্ধি শেয়ার করছি এবং আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারছি।

কোরামের ব্যবহার:

প্রথমে আমরা http://qorum.quantummethod.org.bd এই সাইটে গিয়ে Qorum এ ক্লিক করলে নিচের পেজটি চলে আসবে-

এখানে গিয়ে Account open করার জন্যে আমরা ছবিতে লাল চিহ্নিত Register option এ ক্লিক করব তখন এই page টি দেখা যাবে।

এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এগুলো পড়ে রাজি থাকলে I agree to these term এই option এ ক্লিক করতে হবে, ক্লিক করলে নিচের পেজটি open হবে।

এখানে গিয়ে Username, E-mail address, password, Quantum Registration Id, First Name, Last Name, Phone number এবং confirmation code এই option গুলো পূরন করে Submit বাটনে ক্লিক করলে এই page টি দেখা যাবে। শুধুমাত্র Quantum associate এর জন্যে Quantum Registration Id এর জায়গায় QA লিখতে হবে এবং Reference এর জায়গায় পরিচিত graduate বা pro-master এর নাম, ফোন নম্বর ও Registration Id দিতে হবে।

এরপর ব্যবহারকরীর E-mail address এ ২৪ ঘন্টার মধ্যে Account Confirmation mail চলে যাবে এবং ব্যবহারকারী কোরামে Login করতে পারবে।

উপরের পেজটিতে Username এবং password দেয়ার পর Login এ ক্লিক করলে Login হবে।



এখন আপনি কোরামের একজন সদস্য। আপনার ব্যবহারের সুবিধার্থে উপরের মেনুগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো:

View unanswered posts এ ক্লিক করলে যেসব post এর কোনো answer করা হয় নি সেগুলো দেখা যাবে।

View active posts এখানে যেসব post নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেগুলো দেখা যাবে।

View new post এখানে নতুন post দেখা যাবে।

View your posts এখানে Login করা ব্যবহারকারী তার নিজের post পাবে।

New topic create করার জন্যে যেকোনো একটি কোরামে যেতে হবে। এখানে আমরা শুভেচ্ছা কোরামে গিয়ে new topic বাটন দেখতে পাচ্ছি।

ব্যবহারকারী কোন post এর reply করতে চাইলে post Reply তে ক্লিক করতে হবে।

ব্যবহারকারী যদি লেখাটিকে Quote করে লিখতে চায় তাহলে quote এ ক্লিক করলে Reply field এ লেখাটি automatic Quote হয়ে যাবে।