কীভাবে ঘরে বসেই লাইভে যোগ দেবেন আখেরি দোয়ায়

যান্ত্রিক এই যুগে মোহগ্রস্তের মতো মানুষ দৌড়াচ্ছে এমন সবের পেছনে যা তাকে প্রশান্তি দিতে পারছে না। শারীরিক মানসিক আত্মিক সামাজিক- সব দিক দিয়ে সে হচ্ছে ভঙ্গুর।

এমন একটি সময়ে প্রশান্তি লাভের জন্যে, সত্যের আলোয় নিজেকে উদ্ভাসিত করার জন্যে, রোগ-শোক-বিপদ ও বালা-মুসিবত মুক্তির জন্যে এই রমজানে আপনি সুযোগ পেয়েছেন আরও একবার নিজেকে পরিশুদ্ধ করার, টোটালি ফিট হওয়ার। স্রষ্টার কাছে নিজেকে সঁপে দিয়ে সকল আর্জি পেশ করার। আপনাকে অভিনন্দন!

বিগত প্রায় দুই যুগের ধারাবাহিকতায় কোয়ান্টাম ফাউন্ডেশন এবারও আয়োজন করতে চলেছে আখেরি দোয়া। আগামী ১ এপ্রিল ২০২৩ আইডিইবি মিলনায়তনে শ্রদ্ধেয় গুরুজীর সাথে দোয়ার এই বিশেষ কার্যক্রমে একাত্ম হওয়ার এক অনির্বচনীয় উপলক্ষ সমাগত!

দোয়া সবসময়ই কল্যাণের

আপনি দোয়া থেকে কতটা নিলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়ায় আপনি কতটা মিশে গেলেন। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে একজন মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্যে যে আকুতি অনুভব করে, দোয়ার সময় সেই আকুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রমজান মাসে দোয়ার আকুতি বেড়ে যায় বহুগুণ

যখন আপনার দোয়া, আপনি এবং দোয়া কবুলকারী একই সমান্তরালে চলে আসবে, দোয়া কবুল হয়ে যাবে। আন্তরিক দোয়ার মাহাত্ম্য এখানেই। আপনি সৌভাগ্যবান যে, এই সূত্রে নিজেকে গাঁথার সুযোগ আপনি পেয়েছেন।

তাই রমজানে টোটালি ফিট হবার এই প্রার্থনায় অংশগ্রহণ করার সুযোগকে গ্রহণ করুন সুবর্ণ সুযোগ হিসেবে।

যেভাবে অংশ নেবেন

গত বছরগুলোর মতো এবারও আখেরি দোয়া অনুষ্ঠিত হবে আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা-তে।

সরাসরি ভেন্যুতে এসে প্রোগ্রামে অংশ নেয়ার বরকত সবসময়ই বেশি! আর এবার কোয়ান্টাম গ্র্যাজুয়েট ও প্রো-মাস্টাররা একসাথে প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

কাজেই বিশেষ সমস্যা না থাকলে সদস্যরা সরাসরি ভেন্যুতে এসে আখেরি দোয়ায় অংশ নেবেন। এ-জন্যে আগে থেকে রেজিস্ট্রেশন করে কোন হলে সিট পড়েছে সেটা নিশ্চিত হয়ে নিন।

তবে বিশেষ কোনো কারণে ভেন্যুতে আসা সম্ভব না হলে বা কোয়ান্টাম সদস্য না হলে আখেরি দোয়ায় শামিল হতে পারবেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। ঘরে বসে বরকতময় আখেরি দোয়ায় শামিল হওয়ার এমন সুযোগ এবারই প্রথম!

আখেরি দোয়ার লাইভ স্ট্রিমিং লিঙ্ক

Quantum Method [Official] ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@QuantumMethod

ওয়েবসাইট : https://qm.org.bd

কোয়ান্টাম মেথড অ্যাপ : https://url.qm.org.bd/app/qm

উপরোক্ত URL-এর মাধ্যমে সার্চ করে আপনি খুব সহজেই আখেরি দোয়ার লাইভ স্ট্রিমিংয়ে অংশ নিতে পারবেন।

প্রোগ্রামসূচী

১ এপ্রিল সকাল ৯:০০ থেকে ইফতার পর্যন্ত প্রোগ্রাম চলবে।

সকাল ১১টায় স্বল্পবিরতি থাকবে। যোহর এবং আসরের সময় থাকবে নামাজের বিরতি।

আসরের বিরতির পর থেকে মাগরিবের আজান পর্যন্ত থাকবে আল-কোরআনের দোয়া।

লাইভ স্ট্রিমিংয়ে অংশ নেয়ার প্রস্তুতি

সকাল ন’টার আগেই হাতের কাজগুলো সেরে নিন। ৫/১০ মিনিট আগেই প্রস্তুত হয়ে বসুন সারাদিনের জন্যে। পরিবারের সদস্যদের মধ্যে থাকলে সবাইকে নিয়েই বসুন।

আখেরি দোয়ায় শামিল হোন পরিবারের সকলকে নিয়ে (প্রতীকী ছবি)

যে ডিভাইসের মাধ্যেম লাইভ স্ট্রিমিংয়ে অংশ নেবেন সেটার চার্জ আছে কিনা বা চার্জের ব্যবস্থা হাতের নাগালে আছে কিনা, মোবাইল বা ওয়াইফাই নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন পাওয়া যাবে কিনা ইত্যাদি আগেই নিশ্চিত হোন, যাতে প্রোগ্রাম চলাকালে বারবার উঠতে না হয়।

প্রোগ্রামটা যেহেতু সারাদিনের, তাই বুদ্ধিমানের কাজ হবে সেদিনের ইফতার, রাতের খাবার বা সেহরির আয়োজনগুলো আগের দিনই করে রাখা।

পিসি, ল্যাপটপ বা ট্যাবের মাধ্যমে অংশ নেয়া গেলে এবং রাউটারের মাধ্যমে নেটওয়ার্কে কানেক্ট হওয়া গেলে উত্তম। সেক্ষেত্রে বিরতির সময় ব্যতীত প্রোগ্রামের পুরোটা সময় ফোন বন্ধ বা সাইলেন্ট রাখুন।

তবে একান্তই যদি স্মার্টফোনের মাধ্যমে স্ট্রিমিংয়ে অংশ নিতে হয় তাহলে সেকেন্ডারি ফোন, মানে যে ফোনের মাধ্যমে খুব একটা যোগাযোগ করেন না এমন ফোন যদি থাকে তাহলে সেটার মাধ্যমে আখেরি দোয়ায় শামিল হোন। এতে ঘন ঘন ইনকামিং কল বা এসএমএসের দ্বারা প্রোগ্রামে ছেদ পড়ার বিড়ম্বনা থেকে বাঁচতে পারবেন।

নির্দিষ্ট স্থানেই বসুন যেন আপনার লেভেলের ভারসাম্য বজায় থাকে। টানা বসে থেকে কষ্ট হলে উঠে দাঁড়ান, একটু হেঁটে আবার বসুন। ঝিমঝিম ভাব এলে চোখে পানির ঝাঁপটা দিন।

আখেরি দোয়ার সর্বোচ্চ উপকার পেতে পুরোপুরি মৌন থেকে প্রোগ্রাম সম্পন্ন করুন।