ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ!

published : ২০ মে ২০২২

জাতির নতুন মনছবি

ইতিহাস বলে, অতীতে আমরা জাতিগতভাবে শুধু প্রাচুর্যবানই ছিলাম না, ছিলাম ভালো মানুষের দেশও। মানুষে মানুষে ছিল একাত্মতা, নিখাদ বিশ্বাস, সম্প্রীতি, সহমর্মিতা-সমমর্মিতা। আমাদের পূর্ব পুরুষেরা ছিলেন ধ্যানী-জ্ঞানী সমমর্মী সদালাপী সামাজিক ও সৎ। বাংলার প্রতিটি প্রান্তর প্রতিটি ঘর ছিল প্রতিটি মানুষের জন্যে নিরাপদ।

প্রাচুর্যের দিক থেকে ২০২৫-এ সেরা দশ জাতির এক হওয়ার মনছবি আমরা দেখছি ১৯৯৮ সাল থেকে। সেই সাথে আমরা চাই ভালো মানুষের দেশে পরিণত হতে- এটাই এখন আমাদের নতুন মনছবি।

প্রাচুর্যে অগ্রসরই শুধু না, নৈতিকগুণে গুণান্বিত মানুষে গড়া এক দেশ

এ এক নৈতিক, মানবিক ও আত্মিক পুনর্জাগরণের মনছবি। জরাব্যাধি বিজয়ী, নিরাপত্তা ও সুখের চারণভূমি এক দেশ। যে দেশে মানুষ একে অন্যের প্রতি হবে সমমর্মী; একের কথা কাজ বা আচরণ হবে না অন্যের ক্ষতির কারণ। মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে অন্যদের।

যেখানে রাত দুপুরেও একজন নারী নির্ভয়ে চলাচল করতে পারবে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। যে-কোনো স্থানে অবাধ বিচরণ করবে ভয়-ভীতি আশঙ্কা ছাড়া। তাকে একাকী ছেড়ে দিয়ে অস্বস্তি বা দুশ্চিন্তায় থাকবে না তার আপনজন।   

এক কথায় এই মনছবির দেশ হলো ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ!’

কেন চাই ‘ভালো মানুষ’?

দেশকে স্বর্গভূমি বানানোর মূল উপকরণই হলো ‘ভালো মানুষ’। কারণ একটি দেশ ‘ভালো দেশ’ তখনই হবে যখন দেশের মানুষ ভালো হবে। মানুষ ভালো হলে এবং ভালো মানুষের সংখ্যা বেড়ে গেলেই ভালো দেশ গড়া সম্ভব, দেশকে রূপান্তর করা সম্ভব স্বর্গভূমিতে।  

আসলে কেবল প্রাচুর্যবান হলেই মানুষ সুখী হয় না, সুখী হতে হলে নৈতিক ও আত্মিক দিক থেকেও ফিট থাকতে হয়। আর একজন ‘ভালো মানুষ’ ঠিক তা-ই!

যোগ-ধ্যানের সাথে শুদ্ধাচার যোগে ‘ভালো মানুষ’

ভালো মানুষ হতে হলে নিজের দেহ মন পরিবার ও আত্মার যথাযথ যত্ন নিতে হবে। আর আত্মযত্নায়নের জন্যে জরুরি হলো মেডিটেশন ও যোগব্যায়াম।

যত্ন নেয়ার সার্বিক দিক-নির্দেশনা সম্বলিত একটি অনন্য বই হলো ‘শুদ্ধাচার’। শুদ্ধাচারের এত খুঁটিনাটি বিষয় এ বইতে আছে, যা অন্য কোনো বইতে আছে বলে আমাদের জানা নেই।

একজন শুদ্ধাচারী মানুষই প্রকৃত অর্থে ভালো মানুষ। আর শুদ্ধাচারী হতে হলে প্রয়োজন প্রাত্যহিক জীবনে শুদ্ধাচারের অনুশীলন।

‘শুদ্ধাচার’ বইয়ের পাতায় পাতায় আছে শুদ্ধাচারী জীবনের মেসেজ। বইটি যত পড়বেন ও এর শিক্ষাকে জীবনে প্রতিফলিত করবেন ততো আপনি হবেন শুদ্ধাচারী, ভালো মানুষ!

তাই এবারের বিশ্ব মেডিটেশন দিবসে মানুষের কাছে পৌঁছে দিন শুদ্ধাচারের বাণী    

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’- জাতিগত এই মনছবি-ই হলো বিশ্ব মেডিটেশন দিবস, ২০২২-এর থিম। অতএব এবার আমরা মানুষের কাছে মেডিটেশনের বাণী যেমন পৌঁছে দেব, তেমনি তুলে ধরব ‘স্বর্গভূমি বাংলাদেশের’ স্বপ্নটাকেও।

সেই লক্ষ্যে এবার আমরা উদ্যোগ নিয়েছি উন্মুক্ত স্থানগুলোতে মেডিটেশনের। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোকেশনে আগামী ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬.৩০-এ আমরা একাত্ম হবো বিশেষ মেডিটেশনে।

আপনার নিকটবর্তী সেন্টার শাখা সেল বা প্রিসেলে খোঁজ নিন কোথায় মেডিটেশনের আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় ও স্থানে চলে আসুন সবান্ধব-সপরিবারে। সাথে আনুন শুদ্ধাচার বই।

অনলাইনে যত আয়োজন

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণের প্রোগ্রামটি Quantum Method [Official] ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হবে সকাল সাড়ে ছয়টা থেকে। আরেকটি লাইভ প্রোগ্রাম হবে রাত ৯টায়- ‘মেডিটেশন দিবসের কার্যক্রম নিয়ে মতবিনিমিয় পর্ব’।  

আর সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার হবে একটি টক শো।

সেই সাথে সুযোগ থাকছে আমাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ে অংশগ্রহণেরও।